প্রতিষ্ঠাতা সভাপতির-পরিচিতিঃ
অধ্যাপিকা তসলিমা আক্তার তমা,আমি দীর্ঘ ১৬ টি বছর দুরারোগ্য ব্যাধি ক্যান্সার
রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
আপনাদের দোয়ার বরকতে এবং মহান আল্লাহ্ পাকের রহমতে
পুনরায় প্রতিষ্ঠানটি ২০১৬ইং সন থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছি।
আমার অভিজ্ঞতা ও সামাজিক কর্মকান্ড আপনাদের সম্মূখে তুলে ধরছিঃ
- পাক্তন ইউসেপ-বাংলাদেশ স্কুলের শিক্ষক
- পাক্তন আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।
- মহিলা ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী।
- প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রাজধানী প্রিপারেটরী স্কুল ও রাজধানী গার্লস কলেজ।
- মোতওয়ালী/ সেক্রেটারী-বায়তুল মুকাদ্দাস মসজিদ কমপ্লেক্স।
- "শান্তি সংঘ" ডেভেলপমেন্ট সোসাইটি এর সাধারণ সম্পাদক
বর্ননান্তে অক্লান্ত ও নিরলস পরিশ্রম করে একজন আত্ননিবেদিত প্রাণ হয়ে দীর্ঘ সাড়ে ১৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্জনসহ পরিশ্রমের পারিশ্রমিক সঞ্চয় দিয়ে শুরু করেছি আমার অত্র শিক্ষা
প্রতিষ্ঠানটি নিজস্ব জমিতে। ভবিষ্যতের "পরিকল্পনানুযায়ী" পৌঁছে দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ্ অবশিষ্ট কাজগুলো আমার বিশ্বাস।আপনাদের ঐকান্তিক সহযোগিতা ও আমার প্রাণপণ প্রচেষ্টায়
আমরা অভিষ্ঠ লক্ষে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ্। বিশেষ করে ঝড়ে পড়া অর্থাৎ Droup-Out শিক্ষার্থীদের কথা ভেবে উচ্চ শিক্ষা থেকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সামাজিক ও আত্না-কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম ব্যবস্থা করা। এ সকল সামাজিক কর্মকান্ডে
নিজেকে নিয়োজিত রেকে অভিজ্ঞতা-লব্দ জ্ঞানকে কাজে লাগানোর পদযাত্রায় এ প্রতিষ্ঠান। পাশাপাশি ধর্মীয় অনুপ্রেরনা ভিত্তিক নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমরা সংকল্পবদ্ধ।সন্তান আপনার, এর প্রতিভা বিকাশে
দায়-দায়িত্ব আমাদের। অভিজ্ঞ এবং বর্তমান আধুনিক শিক্ষণে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাশ পরিচালিত।
ধন্যবাদান্তে-
অধ্যাপিকা তসলিমা আক্তার তমা
প্রতিষ্ঠাতা-সভাপতি
মবাইলঃ ০১৭১৫০৩৪৮৭৬, ০১৬১৯৭৪৯৬৬২